‘আমার মতো নাদান সেলিব্রিটিকে কারও দরকার হওয়ারও কথা নয়’

মা হচ্ছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। মা দিবসের সকালে এই সুখবরটি জানিয়েছিলেন এই অভিনেত্রী।সেদিনই জানা গিয়েছিল, ফারিয়া শাহরিনের কোলজুড়ে নতুন সন্তান আসার বিষয়টি জানার পর সিদ্ধান্ত নিয়েছেন আপাতত শুটিং থেকে দূরে থাকবেন। মাতৃত্বকালীন সময়টা নিজের জন্য দেবেন।এবার এই অভিনেত্রী বিরক্ত প্রকাশ করেছেন ফেসবুকে।  সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, ‘যেহেতু আমি এখন কোনো কাজ করছি না, সেহেতু...