যেভাবে এলো বাংলা মাসের নাম

শুভ নববর্ষ-১৪৩১।কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, কীভাবে এলো বাংলা বছরের প্রতিটি মাসের নাম? কেন বৈশাখ মাসের নাম রাখা হলো বৈশাখ? শস্য উৎপাদন ও খাজনা আদায়ের সমন্বয় সাধনের জন্য সম্রাট আকবর সৌরবর্ষের হিসাবে বাংলা সালের প্রবর্তন করেন। এটিই পরে ‘ফসলি সন’, অতঃপর ‘বাংলা সন’ বা বঙ্গাব্দ হিসেবে পরিচিতি পায়। সম্রাট আকবরের নির্দেশে বাংলা সনের ওই ক্যালেন্ডার প্রস্তুত করেন তৎকালীন পণ্ডিত, জ্যোতির্বিজ্ঞানী ফতেহ...