জঙ্গিদের অর্থনীতির ভিত মজবুত : বারাকাত
বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত বলেছেন, দেশের জঙ্গি সংগঠনগুলোর অর্থনীতির ভিত অত্যন্ত মজবুত। ফলে জঙ্গি সংগঠনগুলো একের পর এক দেশের বিশিষ্ট ব্যক্তিদের হত্যা করে চলেছে। এ সময় তিনি আরো বলেন, জঙ্গি সংগঠনগুলোর কর্মকাণ্ডের জন্য দেশে অর্থনৈতিক উন্নয়ন বিঘ্নিত হচ্ছে।
আজ শনিবার দিনাজপুরে শিল্পকলা একাডেমি আয়োজিত এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে আবুল বারাকাত এসব কথা বলেন। বাংলাদেশ অর্থনীতি সমিতি এ সেমিনারের আয়োজন করে।
‘দেশে মৌলবাদী সংগঠনগুলো অর্থনৈতিকভাবে সক্রিয় এবং তাদের ১১৮টি জঙ্গি সংগঠন রয়েছে’ উল্লেখ করে আবুল বারাকাত আরো বলেন, ‘গত ৩৭ বছরে এসব জঙ্গি সংগঠন দেশে মৌলবাদী অর্থনীতির ভিত মজবুত করে তুলেছে। কয়েক বছর ধরে এই সংগঠনগুলো নামে-বেনামে ৫৩টি মৃত্যুদণ্ড ও ৪৮টি কাফনের কাপড় দিয়ে আমাকে হুমকি দিয়েছে। আমি কখনো জীবনের ভয় পাইনি।’
মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একটি অসাম্প্রদায়িক, জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে মুক্তিযোদ্ধাসহ সমাজের বিশিষ্টজনদের ভূমিকা উল্লেখ করে এসব হত্যাকাণ্ডের বিচারের আহ্বান জানান এ অর্থনীতিবিদ।
সেমিনারে সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দীন আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. হাবিবুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ।
সেমিনারের মুক্ত আলোচনায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ পেশাজীবীরা অংশ নেন।