ঢাবিতে ভবন থেকে লাফিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ ভবনের পেছন থেকে এক শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ শনিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম তানভীর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগে সান্ধ্যকালীন এমবিএ শ্রেণিতে পড়তেন। ২০১৪ সালে তিনি ওই বিভাগে ভর্তি হন।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাহেব আলী এনটিভি অনলাইনকে বলেন, তানভীর রহমান বিজনেস স্টাডিস ভবনের নয়তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে।
যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এনটিভি অনলাইনকে বলেন, ওই শিক্ষার্থী লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর কাছ থেকে একটি ব্যাগ ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। পুলিশ তদন্ত করছে।