বড় বাজেটের ছবি বানাবেন শাকিব খান
বাংলাদেশের চলচ্চিত্র তারকা শাকিব খানের জন্মদিন ছিল গতকাল বুধবার। এই দিনে ঢাকার একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় তিনি আবারও নতুন করে চলচ্চিত্র প্রযোজনা শুরু করার ঘোষণা দেন।
শাকিব খান বলেন, ‘আমাদের এখন বড় বাজেটের ছবি নির্মাণ করতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে। অনেকেই বলেন, বাজার ভালো নয়, ছবির বাজেট ছোট করতে হবে। এটা আসলে ঠিক না। আরে ভাই, আপনার দোকানে যদি ভালো খাবার না থাকে, তা হলে কেউ তো খাবার খেতে আসবে না। তাই আমি মনে করি, বড় বাজেটের ছবি নির্মাণ করতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খান ফিল্মস থেকে বড় বড় বাজেটের ছবি নির্মাণ করব।’
শাকিব আরো বলেন, “আমি এর আগে ‘হিরো : দ্য সুপারস্টার’ ছবিটি প্রযোজনা করেছিলাম। তখনকার সময়ে সেটি ছিল বড় বাজেটের ছবি। এখনো সময় উপযোগী ছবি নির্মাণ করার মতো বাজেট দিয়ে ছবি বানাতে চাই নিয়মিত।”
নতুন-পুরাতন নির্মাতাদের দিয়ে কাজ করাবেন জানিয়ে শাকিব বলেন, ‘বাংলাদেশে যেমন নতুন অনেক সম্ভবনাময় নির্মাতা আছেন, যাঁদের নিয়ে ছবি নির্মাণ করা যায়। আবার অনেক গুণী পরিচালক আছেন, যাঁরা সহযোগিতা পেলে আরো ভালো করবেন। আমি নতুন-পুরাতন পরিচালকদের নিয়ে কাজ করব।’
শাকিব বলেন, ‘আমি এরই মধ্যে একটি ছবির গল্প নিয়ে কাজ করছি। অনেকগুলো গল্প আছে। পরিচালকদের সঙ্গে কথা হচ্ছে। খুব তাড়াতাড়ি শুরু করব সবই।’
গতকাল ‘শাকিব খান অফিশিয়াল’ নামে নিজের ইউটিউব চ্যানেলের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন শাকিব। তাঁর ইউটিউব চ্যানেলটির তত্ত্বাবধানে থাকবে ব্ঙ্গবিডি।
বুধবার তাঁর জন্মদিন থাকলেও চট্টগ্রামে একটি ছবির শুটিং করেছেন সকালে। পরে বিকেলে তিনি হেলিকপ্টারযোগে ঢাকায় আসেন। অনুষ্ঠান শেষে আবারও শুটিং স্পটে ফিরে যান।