একটোপিক প্রেগন্যান্সি কী?
একটোপিক প্রেগন্যান্সি গর্ভধারণজনিত একটি জটিল সমস্যা। এটি কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৮৬তম পর্বে কথা বলেছেন ডা. আমেনা বেগম।
বর্তমানে তিনি কে জি হসপিটালে গাইনি ও অবস বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একটোপিক প্রেগন্যান্সি কী?
উত্তর : এটি জানার আগে মেয়েদের প্রজননতন্ত্র সম্পর্কে জানা প্রয়োজন। দুই পাশে দুটো জরায়ুনালি, সেখানে দুটো ডিম্বাশয়, নিচে হলো যোনীপথ—এসব নিয়ে জড়িয়ে মেয়েদের প্রজননতন্ত্র।
আমার শরীরটা যদি হয় জরায়ু, দুটো হাত হবে জরায়ুনালি। যদি দুটো ডিম ধরে রাখি, তাহলে হবে ডিম্বাশয়, পাগুলো যোনীপথের মতো। সাধারণত একটি গর্ভধারণ জরায়ুতে হয়ে থাকে। জরায়ু ছাড়া যদি প্রজননতন্ত্রের অন্য কোথাও গর্ভধারণ হয়ে থাকেন, একে আমরা বলি একটোপিক প্রেগন্যান্সি।
একটোপিক মানে হলো স্বাভাবিক অংশ ছাড়া অন্য অংশে গর্ভধারণ। অন্য পাশের মধ্যে জরায়ুনালিতে প্রধানত হয়ে থাকে। ৯৭ থেকে ৯৮ শতাংশের অন্য পাশ মানে হলো জরায়ুর নালি। সেটা ছাড়া ওভারিতে হতে পারে বা জরায়ুমুখে হতে পারে। এ ছাড়া অ্যাবডোমিনাল ক্যাভিটি, যেটা সেখানেও পেটের ভেতরেও হতে পারে। সবচেয়ে বেশি প্রচলিত হলো জরায়ুনালিতে হওয়া। জরায়ুনালির যেকোনো সমস্যাই কিন্তু হলো প্রধান কারণ।