অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে যেসব জটিলতা হয়
ডায়াবেটিস প্রচলিত একটি সমস্যা। স্থূলতা, খাবারে অনিয়ম, বংশগতি, নিয়মিত ব্যায়াম না করা ইত্যাদি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। জীবনযাপনের ধরন পরিবর্তন, নিয়মিত ব্যায়াম, কর্মক্ষম থাকা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে কাজ করে।
ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে শরীরে বিভিন্ন সমস্যা হতে পারে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের সমস্যার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০০১তম পর্বে কথা বলেছেন ডা. মো. জাহাঙ্গীর তালুকদার। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে মেডিসিন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে কোন কোন জটিলতা হতে পারে?
উত্তর : সবচেয়ে বেশি আসে ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণ। কিডনির অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। দেখা যায়, বারবার প্রস্রাবের সংক্রমণ হয়ে যাচ্ছে। কিডনির মধ্যে পাইলোনেফ্রাইটিস পর্যন্ত হয়ে যেতে পারে। কিডনির ক্রিয়েটিনিন ক্রমে বাড়তে থাকে। শরীরের প্রায় প্রতিটি অঙ্গে সমস্যা করতে পারে। সাধারণত এসব সমস্যা হয়। এ ধরনের সমস্যা থেকে দূরে থাকতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি। এসব বিষয়ে সচেতন থাকলে সমস্যা প্রতিরোধ সহজ হবে।