স্টোকসের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত
তারকারা সব সময়ই চান তাঁদের নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা হোক, তাঁদের খবর প্রচার হোক। কিন্তু নেতিবাচক প্রচারণা কে-ই বা চায়? ইংল্যান্ড দলের সাবেক সহ-অধিনায়ক ও অলরাউন্ডার বেন স্টোকসের আইনি জটিলতা সংবাদমাধ্যমের শিরোনাম হচ্ছে প্রতিনিয়ত। ব্যাপারটা স্টোকসের জন্য মোটেও সুখকর নয়।
এমন খবরে সংবাদমাধ্যমকে কিছুটা আড়াল করতে কোর্টের কাছে অদ্ভুত আবদার করেছিলেন স্টোকস। ১৩ ফেব্রুয়ারি আদালতে শুনানির দিন সংবাদমাধ্যমকর্মীদের আড়াল করতেই শুনানি শেষে ব্রিস্টল কোর্টের পেছনের দরজা ব্যবহার করে আদালত ত্যাগ করার জন্য আবেদন করেন এই তারকা। আদালত স্টোকসের আবেদন নাকচ করে দিয়ে বলেছেন, আদালতে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার জন্য স্টোকসকে সামনের দরজাই ব্যবহার করতে হবে।
উল্লেখ্য, গত বছরের ২৫ সেপ্টেম্বর ব্রিস্টলে একটি পানশালার বাইরে মারামারিতে জড়িয়ে পড়েন স্টোকস। এ ঘটনার সূত্র ধরেই আদালতে হাজির হতে হবে স্টোকসকে। ইংলিশ এই অলরাউন্ডার অবশ্য বলেছেন, তিনি আত্মসমর্পণ করেছেন, কিন্তু তিনি দোষী নন।
মামলার কারণে অ্যাশেজ সিরিজ খেলতে পারেননি এই তারকা। স্কোয়াড থেকে তাঁকে বাদও দেওয়া হয়েছিল। পরে অবশ্য ইংল্যান্ড বোর্ড তাঁর প্রতি শিথিলতা দেখিয়ে আসন্ন নিউজিল্যান্ড সফরে তাঁকে স্কোয়াডে রাখে। তবে ১৩ তারিখে বড় কোনো শাস্তি না হলেই কেবল মাঠে ফিরতে পারবেন এই তারকা।