এএফসি কাপে আবাহনীর হার
বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী আবাহনী লিমিটেড এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি) কাপে তাদের যাত্রা পরাজয় দিয়েই। মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবের কাছে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশের জায়ান্ট ক্লাবটি।
আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপের ‘ই’ গ্রুপের খেলায় নিউ রেডিয়েন্টের বিপক্ষে মাঠে নামে আবাহনী। প্রথমার্ধে দুই দলই তেমন কোনো সুযোগ পায়নি গোল করার মতো। ফলে প্রথমার্ধ থাকে গোলশূন্য।
তবে দ্বিতীয়ার্ধে দুই দলই মরিয়া হয়ে গোল করার সুযোগ খুঁজতে থাকে। তবে শেষ পর্যন্ত গোলের সুযোগ পায় রেডিয়েন্ট। ম্যাচের ৫৮ মিনিটে আলী ফাসিরের গোলে এগিয়ে যায় মালদ্বীপের এই দলটি। মোহামেদ উমায়েরের লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ফাসিরের নেওয়া কোনাকুনি শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।
গোল খেয়ে আবাহনী বেশ আক্রমণাত্মক খেলা শুরু করে। গোল পরিশোধ করতে মরিয়া দলটিকে ম্যাচের ৬৫ মিনিটে হতাশ করে নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা। দুই হলুদ কার্ডের কারণে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন তিনি। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় আবাহনীকে। কম খেলোয়াড় নিয়েও আবাহনী ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করার দারুণ দুটি সুযোগ পায়। তবে তারা কাজে লাগাতে পারেনি। ফলে নিউ রেডিয়েন্টের বিপক্ষে এক গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় আবাহনীকে।
‘ই’ গ্রুপের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ মার্চ। ভারতের মাটিতে স্কাই ব্লুসের বিপক্ষে ব্যাঙ্গালুরু এফসি মুখোমুখি হবে।