ড্র নিয়ে মাঠ ছাড়ল স্পেন-জার্মানি
ডি গিয়া ও টের স্টেগান- দুজন যখন ফুটবলে দুই প্রান্ত আগলে রাখার দায়িত্বে থাকবেন তখন বলাই বাহুল্য কতটা উত্তেজনা থাকবে সে ম্যাচে। 'কেউ কাউকে নাহি ছাড়ি' - অবস্থাটা এমন। জার্মানি-স্পেন ম্যাচে যেন সেটারই প্রতিরূপ হয়ে ধরা দিয়েছিল গতকাল শুক্রবার রাতে। দুই দলের তারকা ফুটবলারদের ভিড়ে বিশ্বকাপের আগে উত্তেজনাকর ১-১ গোলের সমতায় দারুণ এক ম্যাচ দেখল ফুটবলবিশ্ব।
ম্যাচের প্রত্যেকটা সেকেন্ড ছিল উত্তেজনার। ডি গিয়া ও টের স্টেগান দুজনই নিজেদের ছাপিয়ে যাওয়ার মিশনে নেমেছিলেন। শুধু শুধুই যে তাঁদের সময়ের অন্যতম সেরা গোলরক্ষক দাবি করা হয় না- তার প্রমাণ দিলেন এই ম্যাচে।
ম্যাচের শুরুতেই সবাই মাঠে থিতু হওয়ার আগেই গোল হজম করতে হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে। ইনিয়েস্তার ডিফেন্স চেরা পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রদ্রিগো। প্রথমেই এমন গোল খেয়ে অবাক হলেও মুহূর্তেই নিজেদের সামলে নিয়ে আক্রমণ শুরু করে জার্মানি। পরপর তিনবার জার্মান শিবির গোলের সুযোগ পেলেও ডি গিয়া দারুণ দক্ষতায় রুখে দেন। তবে ম্যাচের ৩৫ মিনিটে ডি গিয়া থমাস মুলারকে ঠেকিয়ে রাখতে পারেননি।
ক্রুসের কাছ থেকে বল পেয়ে খেদিরা বল বাড়ান থমাস মুলারের দিকে। মুলার সেটিকে গোলে পরিণত করলে সমতায় ফেরে বিশ্বচ্যাম্পিয়নরা।
সমতায় থেকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চলে আক্রমণ- প্রতি আক্রমণ। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে যখন দিশেহারা পুরো মাঠ- গোলবারের মুখে দাঁড়ানো দুই দেশের দুই গোলরক্ষকের দক্ষতায় মাঠের সব প্রচেষ্টাই ভেস্তে যায়। ফলে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকেই।