Beta

ঐহিকের আজকের আড্ডার মধ্যমণি কবি জুয়েল মাজহার

০৫ এপ্রিল ২০১৯, ১৪:৩৭ | আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ১৪:৪১

ফিচার ডেস্ক

ঐহিক বাংলাদেশের আয়োজনে আজ শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ‘কবির সঙ্গে’ শীর্ষক এক আড্ডা। আজকের আড্ডার মধ্যমণি হিসেবে থাকবেন কবি জুয়েল মাজহার। ঢাকার কাঁটাবনের কাছে বইয়ের দোকান দীপনপুরে এই আড্ডা হবে।

আড্ডায় কবির সঙ্গে উপস্থিত থাকবেন কবি ফরিদ কবির, কাজল শাহনেওয়াজ, সরকার মাসুদ, সৈয়দ তারিক, চঞ্চল আশরাফ, ফরিদা মজিদ, আশরাফ আহমেদ, শামসেত তাবরেজী, মুজিব মেহদী প্রমুখ।

ঐহিক বাংলাদেশের সম্পাদক মেঘ অদিতি এক বার্তায় বলেছেন, ‘কবির সঙ্গে’ একটি নির্মল সাহিত্য আড্ডা হয়ে ওঠার লক্ষ্যে আগ্রহী কবিতাপ্রেমীদের অপেক্ষায়।

ঐহিক বাংলাদেশ নিয়মতিভাবেই বিভিন্ন বিষয় নিয়ে আড্ডার আয়োজন করে থাকে।

Advertisement