অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৩
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার বিকেল ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিশ্বনাথ উপজেলার পূর্ব চাশনীকাপন গ্রামের ডা. চেরাগ আলীর স্ত্রী রাহেলা বেগম ও মেয়ে কামরুন্নাহার শিপা এবং সিএনজি অটোরিকশার চালক ওসমানীনগর উপজেলার নিজ কুরুয়া গ্রামের শামীম মিয়া।
সিলেট দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আজ বিকেলের দিকে লালবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় হবিগঞ্জ এক্সপ্রেস নামের একটি বাস। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। এ সময় আরও দুজন আহত হন। নিহতরা সকলে অটোরিকশার যাত্রী ছিলেন।
আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।