চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা সেতু উদ্বোধন
চুয়াডাঙ্গার বহুল প্রতীক্ষিত মাথাভাঙ্গা নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুরে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চ্যুয়াল মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন।
মাথাভাঙ্গা নদীর উপর নির্মিত সেতুটির নির্মাণ ব্যয় ২২ কোটি ৬৩ লাখ টাকা। ১৪০ মিটার দৈর্ঘ্য ও ১২.২৫ মিটার প্রস্থের সেতুটির নির্মাণকাজ শেষ হতে সময় লেগেছে দুই বছর। চুয়াডাঙ্গা শহরের বড়বাজারে পুরোনো সেতুর পাশেই নির্মাণ করা হয়েছে নতুন এই সেতু। আজ সেতুটির উদ্বোধনের মধ্য দিয়ে পুর্ণাঙ্গভাবে যান চলাচল শুরু হলো। ফলে চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা পূর্ণাঙ্গ রূপ পেল।
এ উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরিন, সড়কের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ করিমসহ অনেকে।
প্রসংগত ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। ২০১৯ সালে ১১ জুন পুরোনো সেতুর কিছু অংশ ধ্বসে পড়ে। এতে চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্তা বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে সেটা মেরামত করে ছোট যানবাহন চলাচল সচল করা হয়।