নাটোরে ৪ দিন ধরে বাড়িছাড়া এক কৃষক পরিবার
নাটোরে প্রভাবশালী এক ইটভাটা মালিকের অত্যাচারে চার দিন ধরে বাড়িছাড়া অসহায় কৃষক সুলতান সরদারের পরিবার। আজ শনিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষকের মেয়ে শ্যামলী ও তার মা।
শ্যামলী ও তার মা জানান, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদের ১০টি দোকানঘর। কেটে ফেলা হয়েছে আম ও কলাবাগান। মই দিয়ে মাড়িয়ে দেওয়া হয়েছে ভুট্টাক্ষেত। থানায় মামলা করেও মেলেনি প্রতিকার। তাই প্রতিকারের আশায় তারা ঘুরছেন বিভিন্নজনের দ্বারে দ্বারে।
শ্যামলী ও তার মা স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, গত ৯ ফেব্রুয়ারি প্রতিবেশী ইটভাটা মালিক আশরাফ আলী আচমকা লোকজন নিয়ে তাদের ওপর চড়াও হন। পরে তাকে এবং তার মাকে ঘরে তালাবদ্ধ করে রেখে দোকান, বাগান ও ফসল তছনছ করেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। কিন্তু মামলা করার পরও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা। ফলে উল্টো পালিয়ে বেড়াতে হচ্ছে তাদের পরিবারটিকেই।
এ বিষয়ে জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।