নিহত রায়হানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগকারী রিমান্ডে
সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিন আহমদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ আনা শেখ সাইদুর রহমানকে প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই সাইদুর শেখ ঘটনার দিন রায়হানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করেছিলেন।
পরে, গত ২৫ অক্টোবর শেখ সাইদুর রহমানকে ৫৪ ধারায় আটক করে পিবিআই। এরপর তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা করেন এক ব্যক্তি।
পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ উজ জামান জানান, প্রতারণার মামলায় আজ দুপুরে শেখ সাইদুর রহমানকে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পিবিআই সাত দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, রায়হান হত্যা মামলায় এ পর্যন্ত বন্দর বাজার পুলিশ ফাঁড়ির বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) আকবরসহ চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই।