মোংলায় ৪ ঘণ্টা ধরে বন্ধ বাস, ভোগান্তিতে যাত্রীরা
বাগেরহাটের মোংলায় চার ঘণ্টা ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল ৮টায় বন্দর বাসস্ট্যান্ডে একটি বাস অটোভ্যানকে ধাক্কা দিলে বাধে বিপত্তি। চলে বাসের গ্লাস ভাঙচুর। এ নিয়ে বাসচালক, হেলপার ও ভ্যান চালক-শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে পলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জানা গেছে, মোংলার স্থানীয় বন্দর বাসস্ট্যান্ডে একটি বাস অটোভ্যানকে ধাক্কা দিলে তা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ভ্যানচালক মমিন ও অপর ভ্যানশ্রমিক নুরুল হক মিলে বাসচালক প্রশান্তকে মারধর করেন। একইসঙ্গে গাড়ির গ্লাস ভাঙচুর করেন।
এ নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে মোংলা-খুলনা-বাগেরহাট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
মোংলা রিকশা ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বলেন, ‘বাস আমাদের ভ্যানে মেরে দিয়ে উল্টো আমাদের হয়রানি করছে।’
আর বাস চালক প্রশান্ত বলেন, ‘ভ্যানে সামান্য ধাক্কা লাগার তুচ্ছ ঘটনায় ভ্যান চালক ও তাদের লোকজন আমাকে মারধর ও বাসের গ্লাস ভাঙচুর করেছে।’
মোংলা-রুপসা-বাগেরহাট বাস মালিক সমিতির সভাপতি নুরুল হক লিপন বলেন, ‘আমাদের চালককে মারধর করা হয়েছে, এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলবে না।’
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘এখনও কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি, বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।’