রংপুর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু
দীর্ঘ ২৭ বছর পর রংপুর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় রংপুর জিলা স্কুল মাঠে জেলা যুবলীগের সম্মেলন উদ্বোধন করা করা হয়। সম্মেলন মঞ্চে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি ও রমেশ চন্দ্র সেন এমপি, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, আহসানুল হক চৌধুরী ডিউক এমপি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
১৯৯৫ সালে রংপুর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে রয়েছে আহ্বায়ক কমিটি। দীর্ঘ দিন পর সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।