রাজধানীতে আজ কোথায় কখন লোডশেডিং
দেশে বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় এলাকাভিত্তিক শিডিউল করে চলছে লোডশেডিং। যদিও লোডশেডিংয়ের এ শিডিউল ‘সম্ভাব্য’ বলছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। তাই পরিবর্তনও দেখা যাচ্ছে প্রতিদিনই। গ্রাহকদেরও রয়েছে নানা অভিযোগ।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেও শুরু হয়ছে লোডশেডিং কার্যক্রম। বিজ্ঞপ্তি অনুযায়ী এই শিডিউল চলবে রাত ১০টা পর্যন্ত।
রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকা দিয়েছে। একইসঙ্গে তালিকা দিতে শুরু করেছে ওজোপাডিকো এবং নেসকো।
ডিপিডিসির গ্রাহকরা লোডশেডিংয়ের শিডিউল দেখতে ক্লিক করুন এখানে, ডেসকোর গ্রাহকরা ক্লিক করুন এখানে, ওজোপাডিকো গ্রাহকরা ক্লিক করুন এখানে ও নেসকোগ্রাহকরা ক্লিক করুন এখানে।