সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে ইসলামের দাওয়াতি চিঠির ঘটনায় গ্রেপ্তার ৪
মাগুরার চরগোলদাহ গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে ইসলামী দাওয়াত সংবলিত চিঠি দেওয়ার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার রাত ৮টায় মাগুরার পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মাগুরা শ্রীপুর উপজেলার চরগোয়ালদাহ গ্রামের অসিত কুমার গোস্বামীসহ সনাতন ধর্মাবলম্বীদের ৫০-৬০টি হিন্দু বাড়িতে গত ১৯ মার্চ সন্ধ্যায় ইসলামী দাওয়াত সংবলিত চিঠি বিতরণ করে কয়েকজন যুবক। এ ঘটনায় তাৎক্ষণিক গ্রামবাসী একত্রিত হয়ে রাতেই পুলিশে অভিযোগ করে।
পুলিশ অভিযান চালিয়ে চিঠি বিতরণকারী পাশের চৌগাছি গ্রামের ইউসুফ বিশ্বাস ইবনুল (৩৪), চরমহেশপুর গ্রামের কোরবান আলী (৩৬), দারিয়াপুর গ্রামের হাবিবুর রহমান হারেজ (৪৮) ও কচুয়া গ্রামের মোস্তাকিম বিল্লাহকে (২৮) আটক করে।
আটককৃতদের স্বীকারোক্তিতে জানা যায়, পবিত্র কোরআন শরিফের কয়েকটি সুরা উল্লেখ করে ইসলামের স্বপক্ষে বিভিন্ন তথ্য ও আল্লাহ তায়ালার প্রশংসা করে ২০ জনের একটি দল হাতে লেখা চিঠি আকারে তা প্রচার করে।
সংবাদ সম্মেলনে মাগুরার পুলিশ সুপার দাবি করেন, এতে কোনো আতঙ্ক বা হিন্দু পরিবারের কারো ওপর কোনো ধরনের হুমকি বা ভয়ভীতির প্রদর্শনের ঘটনা ঘটেনি। যেহেতু ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে, তাই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।