সরকারি হাসপাতালে চলে না জেনারেটর, লোডশেডিংয়ে রোগীদের দুর্ভোগ
লোডশেডিংয়ে বাগেরহাটের মোংলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে না জেনারেটর। এসময় দিনে গরম আর রাতের অন্ধকারে চরম দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা।
আজ বুধবার রাত ৮টার কয়েক মিনিট আগে চলে যায় বিদ্যুৎ। সেসময় সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে দেখা যায় ভূতুড়ে অন্ধকার। কেউ কেউ জ্বালান মোবাইলের লাইট। তখন দেখা যায়, হাসপাতালের বেডে অন্ধকারে শুয়ে-বসে আছেন রোগীরা। রোগীর স্বজনরা অন্ধকারেই তাদের রোগীদের বাতাস করছেন। আর ইনডোর রুমে মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে বসে আছেন সেবিকারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিসাবরক্ষক সোহেল মোল্লা বলেন, ‘হাসপাতালে সব সময় লোক থাকে না, তাই সময় মতো (লোডশেডিংকালে) জেনারেটর চালানো সম্ভব হয় না। রাতে জেনারেটর চালানোর মতো লোক হাসপাতালে নেই।’