সাতকানিয়ায় ১৩ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের ব্যবহৃত একটি ড্যাম্পার ট্রাকও জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার তেমুহনি এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে এসব জব্দের পাশাপাশি তাদের গ্রেপ্তার কর হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন (২৩), চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের বাসিন্দা মো. রিয়াদ হোসেন (১৯) ও সাহাদাত হোসেন রিকু (২৩)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানায়, থানার এসআই জাহাঙ্গীর মোল্লা কক্সবাজারের দিক থেকে চট্টগ্রাম অভিমুখে দ্রুতগতিতে আসা একটি ড্যাম্পার ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় গাড়ির পেছনের ডালার অংশে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক দাম ৩৯ লাখ টাকা। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।