সাতক্ষীরায় ফেসবুকে হুমকি, বাবা-ছেলে গ্রেপ্তার
সাতক্ষীরায় দুই সংসদ সদস্যের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা দেওয়া হবে, ফেসবুকে এমন ঘোষণাদাতা যুবকসহ তার বাবাকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ।
আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
গ্রেপ্তারকৃত যুবকের নাম ইউসুফ হোসেন বাবু (২১)। তার বাবার নাম মনিরুল ইসলাম (৪৫) তাদের বাড়ি দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।
পুলিশ সুপার জানান, ইউসুফ বাবুর কাছ থেকে ২০টি সিম কার্ড, আটটি মোবাইল, তিনটি মেমোরি কার্ড, একটি স্পাই ক্যামেরাযুক্ত ঘড়ি এবং বেশকিছু জিহাদি বইপত্র জব্দ করা হয়েছে। এ বিষয়ে যুবকসহ তার বাবাকে তারা আরও জিজ্ঞাসাবাদ করছেন।
পুলিশ সুপার আরও জানান, গত ৮ আগস্ট বিকেলে সাতক্ষীরার দুই সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এবং বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির মাথা কেটে দিতে পারলে এক কোটি টাকা দেওয়া হবে বলে ফেসবুকে ‘আজরায়িল জান নেই’ ও ‘কালিমা মা’ আইডিতে ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পর পুলিশ বিষয়টি জানতে পেরে অনুসন্ধানে নামে। হুমকি দেওয়ার তিন দিনের মাথায় ইউসুফ বাবুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, ‘ইউসুফ বাবুর মা আজমিরী বেগম জামায়াতের মহিলা রুকন। তিনি বিভিন্ন স্থানে উঠান বৈঠক করে জামায়াতের নারী কর্মীদের সংগঠিত করে আসছেন। ইউসুফ বাবুর মেমোরি কার্ডে ২০১৩ সালে সাতক্ষীরায় জামায়াতের বিভিন্ন সহিংসতার ছবি ও ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তার বাবাও জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।’
পুলিশ সুপার আরও বলেন, ‘ইউসুফ বাবুর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, ডা. আ ফ ম রুহুল হক বর্তমানে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ফেসবুকে এই হুমকি পাওয়ার পর তারা পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করা হয়।
পুলিশ সুপার জানান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল ইউসুফ বাবু ও তার বাবাকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।