সাতক্ষীরায় বাড়ছে সংক্রমণ, আট দিনে করোনা শনাক্ত ৪১.২ শতাংশ
সাতক্ষীরায় নভেল করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন সাতক্ষীরার দুটি সরকারি হাসপাতাল এবং চারটি বেসরকারি হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছে। পর্যাপ্ত জনবল না থাকায় এবং শয্যা-সংকটের কারণে রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছে না। এর মধ্যে সংক্রমণের হার বাড়তে থাকায় চিকিৎসকেরা হিমশিম খাচ্ছেন।
সাতক্ষীরায় গতকাল মঙ্গলবারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আট দিনের গড় হিসাবে করোনা সংক্রমণের হার ছিল ৪১ দশমিক ২ শতাংশ। এমন অবস্থায় সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজে শয্যা-সংকট দেখা দেওয়ায় ২৩ জন রোগীকে ভর্তি করা হয় সাতক্ষীরা সদর হাসপাতালে। এই ২৩ জনের মধ্যে ২১ জনেরই করোনা পজিটিভ বলে জানান সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত। তিনি জানান, সরকারি মেডিকেল কলেজে আরও একটি করোনা ইউনিট স্থাপনের কাজ চলছে। সদর হাসপাতালেও করেনা ইউনিট বানিয়ে তা সম্প্রসারণ করা হচ্ছে।
এদিকে, লকডাউন ঘোষণা করা না হলেও সাতক্ষীরায় বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। শহরে পুলিশি তৎপরতা জোরদার করে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হচ্ছে। পাশাপাশি শহরে রয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে, সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার জল ও স্থল সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বলেন, ‘আমরা ৫৯০টি টহল পরিচালনা করে ভারত থেকে অবৈধ যাতায়াত রোধে কাজ করছি। সীমান্তে লাগাতার টহল চলছে। মঙ্গলবার রাত পর্যন্ত ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা ১০ জনকে গ্রেপ্তার করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।’
সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, আগামীকাল বৃহস্পতিবারের বৈঠকে সাতক্ষীরায় লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জেলায় এখন পর্যন্ত চিকিৎসাধীন ১৩৮ জন করোনা রোগী। তাদের মধ্যে করোনা পজিটিভ ৫৩ জনের।