সিরাজগঞ্জে একসঙ্গে ৩টি বাছুর প্রসব
সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি ফ্রিজিয়ান জাতের গাভি এক সঙ্গে তিনটি বাছুর প্রসব করেছে। উপজেলার পোরজনা ইউনিয়নের বড় বাচড়া গ্রামে এই ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার দুপুরে বাছুর তিনটি জন্ম নেয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুরগুলো দেখতে উৎসুক জনতা ভিড় করছে।
এ বিষয়ে খামারি জামাল হোসেন বলেন, নয় মাস আগে গাভিটির কৃত্রিম প্রজনন করানো হয়। বাছুর তিনটি গাভির পাশে খেলা করছে। মাঝেমধ্যেই দুধ পান করছে। একসঙ্গে তিনটি বাছুর প্রসব করায় আমি ভীষণ খুশি।
শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, বাছুর তিনটি ফ্রিজিয়ান জাতের। একসঙ্গে তিনটি বাছুরের জন্মদান একটি বিরল ঘটনা। খবরটি জানার পর আমি খামারি জামাল হোসেনের বাড়িতে গিয়ে বাছুর তিনটি দেখে এসেছি। গাভি ও বাছুরগুলো সুস্থ আছে। গাভি ও বাছুর তিনটির সব ধরনের চিকিৎসা এবং ওষুধ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে বিনামূল্যে সরবরাহ করা হবে।