সিরাজগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জের বেলকুচিতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই মোটরসাইকেলে চালক নিহত ও এক শিশু আহত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেলকুচি উপজেলা ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই কলিয়াপাড়া গ্রামের মুকুল সরকারের ছেলে আল আমিন (২৩) ও সিরাজগঞ্জ সদর থানার সয়াধানগড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে ইউনুস (৩৬)।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আহত শিশু মানিকের পরিচয় পাওয়া যায়নি। তবে তাকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়েছে।