সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছেই, প্লাবিত নতুন নতুন এলাকা
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে প্রতিদিনই বন্যাকবলিত হচ্ছে চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। বসতবাড়ি ও ফসলি জমিতে পানি উঠে পড়ায় বিপাকে পড়ছে এসব এলাকার মানুষ।
গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টেও যমুনা নদীর পানি ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার যমুনা নদীর চরাঞ্চল ও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা বন্যাকবলিত হচ্ছে। বন্যাকবলিত এলাকাগুলোর বসতবাড়িতে পানি উঠে পড়ায় বিপাকে পড়ছে মানুষ। এ সব এলাকার বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে আমন ধানের ক্ষেত, বীজতলা, সবজিসহ বিভিন্ন ফসল। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকেরা।
সিরাজগঞ্জ ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, যমুনা নদীতে পানি বাড়লেও তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছি। আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘আরও দুদিন যমুনা নদীর পানি বাড়বে। তবে বিপৎসীমা অতিক্রম নাও করতে পারে। দু-একদিন পর থেকে পানি কমতে থাকবে।