সিলেটের জৈন্তাপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
সিলেটের জৈন্তাপুরে মোটরসাইকেল, লেগুনা, টমটম ও বাসের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছে। উপজেলার হরিপুর বাজারের পাশে আজ বুধবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাসে থাকা মো. জে এ বুলবুল নামের এক যাত্রী জানান, বাসটি সিলেট থেকে জাফলং যাচ্ছিল। হরিপুর বাজারের পাশে হঠাৎ একটি টমটমের পেছনে থাকা একটি মোটরসাইকেল বিপরীত থেকে বাসের সামনে এসে পড়ে। এ সময় মোটরসাইকেল, টমটম ও বাসের সংঘর্ষ হয়। একই সময় পেছন থেকে ধাক্কা খায় লেগুনাও।
এ সময় এক শিশুসহ তিন জন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
তিন জন নিহতের বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।