সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৮ জন। দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর সেতুর কাছে ঢাকা-সিলেট মহাসড়কে আজ শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আজ সকাল ৭টার দিকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস ও ঢাকাগামী এনা পরিবহণের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে চারজন মারা যান। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর আরো চারজনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন।
ওসি আরো জানান, নিহত ব্যক্তিদের মধ্যে দুই বাসের চালকও রয়েছেন। হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁদের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় দুই বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ। তারা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে হতাহতদের উদ্ধার করে।