সিলেটে সচল হতে শুরু করেছে বিদ্যুৎ ব্যবস্থা
৩১ ঘণ্টা পর সিলেটে সচল হতে শুরু করেছে বিদ্যুৎ ব্যবস্থা। আজ বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে নগরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।
পর্যায়ক্রমে নগরের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন।
প্রধান প্রকৌশলী জানান, বিদ্যুৎ বিভাগের ডিভিশন ১ ও ২-এ আপাতত সরবরাহ করা হয়েছে। নগরীর এলাকাগুলো হচ্ছে জিন্দাবাজার, চৌহাট্টা, আলিয়া মাদ্রাসা, স্টেডিয়াম, আম্বরখানা, ওসমানী মেডিকেল, তালতলা, বন্দবাজার একাংশ, শাহজালাল উপশহর, শিবগঞ্জ, টিলাগড়, রায়নগর, এসমসি কলেজ এলাকা, মির্জাজাঙ্গাল, লামাবাজার, শাহী ঈদগাহ, হাউজিং এস্টেট, মহাজনপট্টি, মুরাদপুর, আখালিয়া, মদিনা মার্কেট ও বাগবাড়ি।