স্মার্ট জাতি বিনির্মাণের জন্য স্মার্ট যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য : মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, স্মার্ট জাতি বিনির্মাণের জন্য স্মার্ট যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। বাংলাদেশে এখন সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হয়েছে। উন্নত যোগাযোগ অবকাঠামো এবং যুগোপযোগী পরিবহণ সেবা টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের পূর্বশর্ত। একটি দক্ষ পরিবহণ ব্যবস্থা নিশ্চিতকল্পে সরকার গৃহীত বিভিন্ন যুগান্তকারী কর্মসূচি দেশের পশ্চাদপদ জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করেছে।
খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে ফেরি চলাচলের উদ্বোধন উপলক্ষে উপজেলার রসুলপুর ফেরিঘাটে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আজ মঙ্গলবার (২১ মার্চ) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।
‘বর্ষায় নাও, হেমন্তে পাও–হাওরাঞ্চলের অনুন্নত যাতায়াত বোঝাতে বহুকাল ধরে প্রচলিত প্রবাদটি আজ থেকে বাতিলের খাতায় পড়তে যাচ্ছে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘হাওরবাসী বিশেষ করে খালিয়াজুরীর মানুষের জন্য আজকের এই দিনটি অবিস্মরণীয় হয়ে থাকবে। এই দিনটি খালিয়াজুরীর ইতিহাসে অনন্য একটি দিন। ভৌগলিক কারণে বেঁচে থাকার জন্য আমাদের লড়াই করতে হয়। ধনু নদীতে ফেরি চালু হওয়ার ফলে আমাদের দুর্ভোগ লাগব হতে চলেছে।’
‘এর ফলে পুরোপুরি পাল্টে যাবে হাওর পাড়ের অর্থনীতি। জেলা সদরের সঙ্গে সরাসরি যুক্ত হবে হাওরের এই বিচ্ছিন্ন জনপদ। এতে যাত্রীদের যেমন অর্থ সাশ্রয় হবে, তেমনি তৈরি হবে নতুন নতুন বাজার। চাঙ্গা হবে স্থানীয় অর্থনীতি। সমৃদ্ধ হবে হাওর পাড়ের পর্যটন শিল্প’, যোগ করেন মন্ত্রী।
মোস্তাফা জব্বার বলেন, ‘২০১৮ সাল থেকে ফেরি ব্যবস্থা চালু করার প্রচেষ্টা শুরু করি। আজ থেকে ফেরিটি চালু হওয়ায় খালিয়াজুরীর মানুষের জীবনে যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো।’
খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যান রাব্বানী জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা এবং সড়ক ও জনপদ অধিদপ্তর নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান বক্তব্য দেন।