গোপালগঞ্জে চিকিৎসকের চেম্বারে লাশ
গোপালগঞ্জের কাশিয়ানীতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের চিকিৎসকের চেম্বার থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মাজড়া বাজারে ডা. আমিরুল ইসলাম জাফরের চেম্বার থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই চিকিৎসক পলাতক।
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানিয়েছেন, ডা. আমিরুল ইসলাম জাফর কাশিয়ানী উপজেলার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা হিসেবে সাজাইল এলাকায় কর্মরত ছিলেন। অন্যদিকে নিহত সাজেদা বেগম কাশিয়ানী উপজেলার তিতা গ্রামের বাসিন্দা।
সাজেদা বেগম ঢাকায় থাকলেও কয়েকদিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি আমিনুল ইসলাম জাফরের কাছে বেশ কিছু টাকা পেতেন।
এসআই মোশাররফ আরো জানান, মঙ্গলবার রাতে যে কোনো সময় তিনি টাকা আনার জন্য ওই ডাক্তারের চেম্বারে গিয়েছিলেন। ঘটনাস্থলের পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, তাঁকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ না হলে মৃত্যুর কারণ বা ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।