হাসপাতাল থেকে পালাল আসামি
বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে আল-আমীন নামের এক আসামি।
গতকাল শুক্রবার রাতে হাসপাতালের টয়লেটের ভেন্টিলেটর ভেঙে আসামি পালিয়ে যায়। আল-আমীন বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামের বাসিন্দা। ওই দিন সকালে আহতাবস্থায় আল-আমীনকে হাসপাতালের ৪৬ নম্বর বেডে ভর্তি করে পুলিশ।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, আসামি পালিয়ে যাওয়ার সময় দয়িত্বে ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসান, কনস্টেবল শহিদুল ইসলাম ও আবদুল করিম।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ জানান, একটি মারামারির মামলায় আল-আমীনকে গ্রেপ্তার করা হয়েছিল। দায়িত্বে অবহেলার জন্য দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে আল-আমীনের পাশের বেডের একজন জানান, আল-আমীনের হাতে কোনো হ্যান্ডকাপ ছিল না। সন্ধ্যা থেকেই সে বারবার টয়লেটে যাচ্ছিল। এ রকম যাওয়া-আসার একসময় সুযোগ বুঝে পুলিশ সদস্যদের ফাঁকি দিয়ে হাসপাতাল টয়লেটের ভেন্টিলেটার ভেঙে পাইপ বেয়ে নিচে নেমে পালিয়ে যায় আল-আমীন।