বরিশাল-কুয়াকাটা রুটসহ বরগুনায় বাস ধর্মঘটের ডাক
বরিশাল-কুয়াকাটা মহাসড়কসহ বরগুনার সব পথে কাল বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডেকেছে বরিশাল পটুয়াখালী ও বরগুনার বাসমালিক সমিতি। আজ বুধবার বিকেল ৫টার দিকে বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বরগুনার বাসমালিক সমিতি।
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ভাড়ায় চালিত মোটরসাইকেলসহ সব ধরনের থ্রি হুইলার বন্ধ এবং বাসমালিক-শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।
সংবাদ সম্মেলনে বরগুনার বাসমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু লিখিত বক্তব্যে জানান, সরকারি নির্দেশ উপেক্ষা করে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বেশ কিছু দিন ধরে অবৈধভাবে মাহেন্দ্র, ইজিবাইকসহ ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল করছে। এতে বেড়েছে এই পথে সড়ক দুর্ঘটনা। এ কারণে মামলার সম্মুখীন হচ্ছেন চালকরা।
এর আগে গত সোমবার আমতলীতে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘঠিত এক সংঘর্ষ প্রসঙ্গে বাসমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন, আমতলীতে সংঘর্ষের ঘটনায় বাস মালিক-শ্রমিকসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া বেশ কয়েকজন বাসমালিক-শ্রমিকের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। তিনি তাঁর লিখিত বক্তব্যে আটক বাসমালিক-শ্রমিকদের মুক্তির দাবি জানিয়ে পুলিশের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ভাড়ায় চালিত মোটরসাইকেল, থ্রি হুইলার বন্ধ করাসহ গ্রেপ্তার হওয়া বাসমালিক-শ্রমিকদের মুক্তি এবং পুলিশের মামলা প্রত্যাহার না করা পর্যন্ত এই মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানান গোলাম মোস্তফা কিসলু। তিনি আরো বলেন, আমতলীতে মাহেন্দ্র ও বাসশ্রমিকদের সঙ্গে সংঘর্ষের জের ধরে মঙ্গলবার রাতে হাসান এন্টারপ্রাইজ নামে একটি বাসে অগ্নিসংযোগ করেন অবৈধ যানবাহনের শ্রমিকরা। এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের বিচারের আওতাভুক্ত না করা পর্যন্ত বরগুনার সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ছগীর হোসেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবউদ্দীন সাবু প্রমুখ।