শরীয়তপুরে ঢাল, টেঁটাসহ দুজন আটক
শরীয়তপুরের সদর উপজেলার রাজগঞ্জের মোশারফ তালুকদারের বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক দুজন হলেন- মো. খলিল খান ও নান্নু আকন্দ। আজ বুধবার দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, রাজগঞ্জ গ্রামের মোশররফ তালুকদারের বাড়িতে দেশীয় অস্ত্র তৈর করা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে ওই বাড়িতে পুলিশ অভিযান চালানো হয়। এ সময় ঢাল তৈরি করা অবস্থায় দুজনকে আটক করে পুলিশ। পরে অভিযান চালিয়ে ১২টি টেঁটা ও ১২টি ঢাল উদ্ধার করা হয়।