নিখোঁজের ২০ দিন পর ডোবায় মিলল যুবকের লাশ
শরীয়তপুরে সদর উপজেলায় নিখোঁজের ২০ দিন পর ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ওই যুবকের নাম মোকছেদুল আলম ছৈয়াল (৩৫)। তিনি সদর উপজেলার মুক্তিযোদ্ধা জোনাবালী ছৈয়ালের ছেলে।
পালং থানার পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ১৪ এপ্রিল রাতে সদর উপজেলার কোটাপারা গ্রামের শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে নিখোঁজ হন মোকছেদ। পরিবারের সদস্যরা তাঁকে কোথাও খুঁজে না পেয়ে পরের দিন পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ দুপুরে মোকছেদুলের বাড়ির ২০০ মিটার দূরে একটি ডোবার মধ্যে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মোকছেদুলের লাশটি শনাক্ত করেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, মোকছেদুল নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। তাঁকে খুঁজে বের করতে অনেক চেষ্টা করা হয়েছে। আজ তাঁদের বাড়ির কাছ থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।