পরীক্ষায় ফেল করায় বিষপানে ছাত্রের আত্মহত্যা!
এসএসসি পরীক্ষায় ফেল করায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এক ছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার পশ্চিম কুলকুড়ির খানবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ওই ছাত্রের নাম শামীম খান (১৬)। সে কুলকুড়ি গ্রামের বাসিন্দা শহীদ খানের ছেলে। ডামুড্যা মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল শামীম।
নিহতের বড় ভাই নাসির খান জানান, শামীম গতকাল পরীক্ষার ফল নিতে স্কুলে যায়। ফল প্রকাশের পর সে জানতে পারে, গণিত ও বিজ্ঞানে পাস করেনি। তাই রাগ-অভিমানে বাজার থেকে বিষ কিনে পান করে। এরপর বাজার থেকে সে এ অবস্থায় বাড়ি যায়।
নাসির খান আরো জানান, শামীম বাড়িতে যাওয়ার পর বিষপানের বিষয়টি অন্যরা জানতে পারে। পরে তাকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। আজ পারিবারিক কবরস্থানে শামীমের লাশ দাফন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, এক ছাত্র পরীক্ষায় ফেল করে বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।