মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা
শরীয়তপুর নড়িয়া উপজেলায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা এ কে এম শহীদুল হক।
প্রথম বারের মতো বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক পরীক্ষা দেয়। এর মধ্যে ৭২ জন পাস করেছে। পাসের হার ৯৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে সাতজন শিক্ষার্থী।
এ ছাড়া বিদ্যালয় থেকে জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হওয়া শিক্ষার্থী ও জেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় ফাউন্ডেশনটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী শামছুন নাহারের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা ইয়াসমিন, বিদ্যালয়ের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন।