শরীয়তপুরে ঝড়ে গাছ ভেঙে নারী নিহত
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড়ে গাছের ডাল ভেঙে বেগম আক্তার (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ছাড়া জেলার বিভিন্ন জায়গায় ঝড়ে ৩৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ও ডিএমখালী এবং নড়িয়া উপজেলার চর আত্রা ও নওপাড়াসহ ১২টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুরুল হক আকন্দ বলেন, নিহত বেগম আক্তারের বাড়ি ডিএমখালী ইউনিয়নের চরপাইয়াতলী গ্রামে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নড়িয়ার চর আত্রায় ঝড়ে ঘরের নিচে পড়ে আহত নুরু মাদবরসহ ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে গাছের ডালপালা ও বাড়ির চালা ভেঙে আহত হয়েছে ৩০ জন।
নড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা ইয়াসমিন বলেন, তাৎক্ষণিক চিকিৎসার জন্য ঘটনাস্থলে মেডিকেল টিম গেছে। ক্ষতিগ্রস্তদের তৈরি তালিকা করা হচ্ছে।