‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো ভারতীয় ত্রাণ হস্তান্তর
ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের জন্য ভারত সরকারের পাঠানো ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ৩৩ জেলেকেও তাঁদের স্বজনদের জিম্মায় দেওয়া হয়।
এর আগে আজ বৃহস্পতিবার ভোরে ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুমিত্রা।
সকাল সাড়ে ৯টায় বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা জেলা প্রশাসক জিল্লুর রহমানের কাছে ত্রাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় উদ্ধার হওয়া জেলেদেরও হস্তান্তর করা হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে প্যাকেটজাত খাবার, কাপড়, কম্বল, প্রাথমিক চিকিৎসাসামগ্রী। ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে আরো একটি জাহাজ চট্টগ্রামের পথে আছে বলে জানান ভারতের রাষ্ট্রদূত।
এর আগে জাহাজটি বাংলাদেশে আসার পথে বঙ্গোপসাগরের ১০০ নটিক্যাল মাইলের মধ্যে ভাসমান ৩৪ বাংলাদেশি জেলেকে উদ্ধার করে। এর মধ্যে একজন মারা গেছেন। ওই সব জেলে কক্সবাজারের মহেশখালী থেকে গত শনিবার নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়ার পর ঘূর্ণিঝড় ‘মোরা’র কবলে পড়েন। এ সময় আরো ১৫ জেলে নিখোঁজ হয়েছেন বলে উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছেন।