যুবলীগ নেতাকে হাতুড়ি পেটা, ভাঙল পা
শরীয়তপুরের নড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যুবলীগ নেতা মোহাম্মদ আলী ছৈয়ালকে হাতুড়িপেটা করে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে পৌর এলাকার লোনসিং উচ্চ বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
কাউন্সিলর মোহাম্মদ আলী নড়িয়া উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। নড়িয়ায় উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। একটি পক্ষের স্থানীয় সংসদ সদস্য শওকত আলী এবং আরেকটি পক্ষের উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসমাইল হক নেতৃত্ব দেন। মোহাম্মদ আলী শওকত আলীর সমর্থক।
নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে বাড়ি ফেরার পথে লোনসিং উচ্চ বিদ্যালয়ের কাছে কাউন্সিলর মোহাম্মদ আলী ছৈয়ালের ওপর হামলা চালায় সাবেক কাউন্সিলর বাবর আলী সরদার ও সাইদুর রহমান সরদারের ১০ থেকে ১২ জন সমর্থক। তারা মোহাম্মদ আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। রামদা ও টেঁটা দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। তার বাঁ পায়ের হাঁটুরি নিচের হাড় ভেঙে গেছে। ভেঙে যাওয়া পায়ে অস্ত্রোপচার করার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
নড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবর আলী সরদার বলেন, ‘মোহাম্মদ আলীর ওপর কারা হামলা করেছে তা আমার জানা নেই। আমার সঙ্গে তাঁর কোনো বিরোধও নেই।’
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, স্থানীয় সংসদ সদস্যের সমর্থকদের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরোধ রয়েছে। ওই বিরোধের সূত্র ধরে চেয়ারম্যানের সমর্থকরা কাউন্সিলরের ওপর হামলা করেছে।