জমিতে শিশুর লাশ, নেই কিডনি লিভার হৃৎপিণ্ড
খাবার খেয়ে বাড়ির বাইরে বেরিয়েছিল তৃতীয় শ্রেণির ছাত্রী লিজা আক্তার (১০)। এরপর আর বাসায় ফেরেনি সে। গতকাল শনিবার তার লাশ মিললেও শরীরে কিডনি, লিভার, হৃৎপিণ্ড নেই। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসকরা।
গত ১৫ জুলাই নিখোঁজ হয় শরীয়তপুরের এক নম্বর সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লিজা। শিশুটিকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন বাবা সরদারকান্দি গ্রামের লেহাজ উদ্দিন শেখ।
নিখোঁজের আটদিন পর ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ছৈয়ালকান্দি গ্রামের ফসলি জমিতে একটি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান লিজার পরিবারের সদস্যরা। তাঁরা গলিত অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সেই সঙ্গে পরনের কাপড় দেখে ওই লাশটি লিজার বলেও শনাক্ত করেন।
পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত করতে গিয়ে হতবাক হয়ে যান চিকিৎসকরা। কারণ তাঁরা দেখতে পান যে লিজার শরীরে কিডনি, লিভার, জরায়ুসহ বেশকিছু গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গ নেই।
ময়নাতদন্ত শেষে শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক শেখ এহশানুল হক বলেন, শিশুটির শরীরে কিছু অংশে পচন ধরেছে। হাত-পা অক্ষত থাকলেও হাতের কবজি কাটা ছিল। তার শরীরে কিডনি, লিভার, ফুসফুস, হৃৎপিণ্ড পাওয়া যায়নি। মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল কি না তা পরীক্ষা করার জন্য দেখতে গেলে দেখা যায় তার জরায়ুও নেই।
এই চিকিৎসক আরো বলেন, শেয়াল, কুকুর বা মাছে যদি এসব অঙ্গ খেয়ে ফেলত তাহলে তার কিছু প্রমাণ পাওয়া যেত। কিন্তু লিজার লাশ দেখে তা মনে হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তার শরীর থেকে এসব অঙ্গ-প্রত্যঙ্গ কেটে নিয়েছে। ঘটনাটি খুবই বিস্ময়কর, কেননা অভিজ্ঞ মানুষ না হলে এভাবে মানুষের শরীর থেকে অঙ্গ-প্রত্যঙ্গ কেটে নেওয়া সম্ভব না।
এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার এহসান শাহ বলেন, ঘটনাটি তাঁরা তদন্ত করে দেখছেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ফরিদ শেখ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ময়নাতদন্তে পাওয়া অসঙ্গতি সম্পর্কে জানতে চাইলে এহসান শাহ বলেন, লাশটি অর্ধগলিত ছিল। ধারণা করা হচ্ছে মাছ বা শেয়াল, কুকুর এসব খুবলে নিয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে সঠিক কারণ বলা সম্ভব হবে বলে জানান তিনি।
এদিকে, ময়নাতদন্ত শেষে লাশ বুঝে নিয়েছেন লিজার পরিবারের সদস্যরা। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।