বরগুনা জেনারেল হাসপাতালের শূন্যপদে চিকিৎসক নিয়োগের দাবি
বরগুনা জেনারেল হাসপাতালের শূন্য পদে চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় এক হাজার মানুষ অংশ নেয়।
এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি আইনজীবী আনিচুর রহমান, বরগুনা পৌরসভার সাবেক মেয়র আইনজীবী শাহজাহান প্রমুখ।
বক্তারা বলেন, জেলার প্রায় ১২ লাখ মানুষের একমাত্র ভরসা বরগুনা জেনারেল হাসপাতাল। বর্তমানে এই হাসপাতালে ৪২ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র পাঁচজন। চিকিৎসক সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে শূন্য পদে চিকিৎসক নিয়োগের দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।