শরীয়তপুরে শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ
জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শরীয়তপুর সরকারি কলেজে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর সরকারি কলেজের সাহিত্য সাংস্কৃতিক বিভাগের আয়োজনে কলেজ হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষের দিকে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. মহসিন মাদবর ও যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন টিপু কোতোয়ালের সমর্থকদের মধ্যে অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহান হাওলাদার, সোহেল ঢালী, কলেজের ছাত্র মকবুল মাদবর, সজল ও সুজন আহত হন। এঁদের মধ্যে সোহান হাওলাদারকে গুরুতর আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর বলেন, ‘আমি সদর উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় উপস্থিত ছিলাম। ফোনের মাধ্যমে জানতে পারি কলেজের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সামনের চেয়ারে বসাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়রদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই একপর্যায়ে টিপু কোতোয়ালের নেতৃত্বে আমার সমর্থকদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা হয়। এতে সোহান হাওলাদারসহ আমার সমর্থক পাঁচজন আহত হয়েছে। জাতির জনকের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন টিপু কোতোয়াল বলেন, ‘কলেজের অনুষ্ঠানে আমার সমর্থকরা সামনের সারিতে বসলে মহসিন মাদবরের নির্দেশে আমার সমর্থকদের অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আমার চারজন কর্মী আহত হয়।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘শরীয়তপুর সরকারি কলেজে শোক দিবসের অনুষ্ঠানে সামনে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মহসিন মাদবর পক্ষের একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’