সেপটিক ট্যাংকে কলেজছাত্রের লাশ
গোপালগঞ্জ সদর উপজেলায় সেপটিক ট্যাংক থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে ওই কলেজছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।
নিহত রাজু শেখ স্থানীয় একটি কলেজ থেকে গত বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করেন। কিছুদিন ধরে ঢাকার বনানীতে একটি কোচিং সেন্টারে কোচিং করছিলেন। তিনি ওই গ্রামের আমিরুল শেখের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা এনটিভি অনলাইনকে বলেন, রাজু ঈদ করতে ঢাকা থেকে গ্রামের বাড়ি এসেছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুই বন্ধু হাবি ও সালাউদ্দিন তাঁকে ডেকে নেয়। পরে তিনি একই গ্রামের বন্ধু শিমুলের বাড়িতে বেড়াতে যান। এর পর থেকেই রাজু নিখোঁজ ছিলেন। আজ দুপুরে সেপটিক ট্যাংকের মুখ খোলা দেখে রাজুর চাচা মিটু শেখ সেখানে গিয়ে লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।