ইলিশ ধরায় বরগুনার সাত জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে বরগুনার পাথরঘাটায় পাঁচ জেলেকে দুই বছর করে এবং দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আরেকজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার গভীর রাতে বিষখালী নদী ও বঙ্গোপসাগরের মোহনায় কুমির মারা এবং কাকচিড়া এলাকায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ এই অভিযান চালায়।
গ্রেপ্তার হওয়া জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলা ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানান, প্রজনন মৌসুমে ইলিশের বংশবৃদ্ধি এবং সংরক্ষণের স্বার্থে আজ রোববার থেকে শুরু হয়েছে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। আগামী ২২ অক্টোবর পর্যন্ত তা বলবৎ থাকবে। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে তা অমান্য করে ইলিশ মাছ ধরায় সাজা পান বরগুনার এই জেলেরা।