ডাকাত সন্দেহে পুলিশের গুলি, দুজন আহত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডাকাত সন্দেহে পুলিশের গুলিতে দুজন আহত হয়েছে। আটক করা হয়েছে আরো দুজনকে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বৈকুণ্ঠপুর সেতুর কাছে এ ঘটনা ঘটে।
গুলিতে আহত দুজন হলেন সাদ্দাম খাঁ (৩০) ও লিয়াকত তালুকদার (৩২)। তাঁদের গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, রাতে বৈকুণ্ঠপুর গ্রামে একদল লোক ডাকাতির প্রস্তুত নেয় বলে খবর পায় পুলিশ। পরে বৈকুণ্ঠপুর সেতুর কাছে একদল টহল পুলিশ অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতদলের সদস্য সাদ্দাম খাঁ (৩০) ও লিয়াকত তালুকদার (৩২) গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ সময় সরোয়ার মোল্লা ও শাহাজান শেখ নামে আরো দুই ডাকাতকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।
ওসি আরো বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।