কোটালীপাড়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম নৈয়ারবাড়ী গ্রাম থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন পশ্চিম নৈয়ারবাড়ী গ্রামের দীপক বাগচী (২০) ও তাঁর স্ত্রী লাকি বাগচী (১৭)। দীপক গ্রামের দীনেশ বাগচীর ছেলে। লাকি একই উপজেলার রামশীল গ্রামের বিবেক হালদারের মেয়ে।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ছবেদ আলী এনটিভি অনলাইনকে বলেন, এক বছর আগে দীপকের সঙ্গে লাকির বিয়ে হয়। বিয়ের আগে দীপক ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। কিন্তু বিয়ের পর থেকেই তিনি বেকার ছিলেন। দীপকের বাবা মাছ বিক্রেতা। আজ ভোররাতে বাড়ির পাশের একটি কাঁঠালগাছে শাড়ি গলায় পেঁচিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেন।
এলাকাবাসীর বরাত দিয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ এনটিভি অনলাইনকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।