Beta

‘সততা, ন্যায়নিষ্ঠভাবে রাজনীতি করি একমাত্র আমি’

১৭ এপ্রিল ২০১৮, ১৭:২৫

নিজস্ব প্রতিবেদক
জিজ্ঞাসাবাদশেষে দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমপি আতিউর রহমান আতিক। ছবি : এনটিভি

জাতীয় সংসদের সদস্য (এমপি) ও আওয়ামী লীগের হুইপ আতিউর রহমান আতিক দাবি করেছেন, বাংলাদেশে একমাত্র তিনিই সততা ও ন্যায়নিষ্ঠভাবে রাজনীতি করেন। তিনি বলেন, ‘সততা, ন্যয়নিষ্ঠভাবে রাজনীতি করি একটামাত্র ব্যক্তি বাংলাদেশে আমি।’

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) ডাকা হয় আতিউর রহমানকে। দুদক তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আতিউর রহমান।

আতিউর রহমান শেরপুর ১ (সদর) আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি।  

আতিউর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভুয়া, চক্রান্তমূলক, ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত।’

আতিউর বলেন, ‘সততা, ন্যয়নিষ্ঠভাবে রাজনীতি করি একটামাত্র ব্যক্তি বাংলাদেশে আমি। সেটা অতীতে প্রমাণ দিয়ে আসছি, ভবিষ্যতেও প্রমাণ দেব।’ তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসায় তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।’

 মঙ্গলবার সকাল ১০টা থেকে টানা চারঘণ্টা ধরে দুদক কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন প্রতিষ্ঠানটির উপপরিচালক  ও তদন্ত কর্মকর্তা কে এম মেসবাহ উদ্দিন।

দুদকের কর্মকর্তারা জানান, তদন্ত শেষেই বলা যাবে অভিযুক্ত ব্যক্তি দোষী বা নির্দোষ। তিন বছর আগে তদন্ত  শুরু হলেও হাইকোর্টের নির্দেশে তা বন্ধ ছিল। তবে সর্বশেষ হাইকোর্টের নির্দেশেই আবার তদন্ত শুরু হয়।

দুদকের সচিব ড. মো. শামসুল আরেফিন বলেন, ‘তিন বছর আগে অনুসন্ধানটা শুরু হয়েছে। এটা মাঝপথে হাইকোর্টে রিট অবস্থায় ছিল। এখন হাইকোর্ট নির্দেশ দিয়েছেন কেসটি অনুসন্ধান করার জন্য। হাইকোর্ট থেকে যখন ফিরে এসেছে, তখন তো দুদকের কাছে অন্য কোনো হাত খোলা নেই।’

Advertisement