বরগুনার দুই প্রকৌশলীকে হাইকোর্টে তলব
আদালতের নির্দেশনা অমান্য করায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুই নির্বাহী প্রকৌশলীকে আদালতে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৪ সেপ্টেম্বর বরগুনার নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম এবং পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ এনটিভি অনলাইনকে জানান, গত ১১ মার্চ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দক্ষিণাঞ্চলে সিডরে ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণ করতে রুল জারি করেন আদালত। একইসঙ্গে তিন মাসের মধ্যে আদালতে এ সংক্রান্ত প্রতিবেদনও দাখিলের নির্দেশ দেওয়া হয়।
কিন্তু আদালতের নির্দেশ মতো প্রতিবেদন দাখিল না করায় এবং পটুয়াখালী ও বরগুনার প্রকৌশলীর দেওয়া প্রতিবেদন একই রকম হওয়ায় বিষয়টি আদালতের নজরে আনা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত দুই প্রকৌশলীকে তলব করেছেন।
মনজিল মোরশেদ আরো বলেন, গত ২৭ আগস্ট পটুয়াখালী ও বরগুনার প্রকৌশলীদের জমা দেওয়া দুটি প্রতিবেদনেই একই ভাষা ব্যবহার করা হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে যে, প্রকৃত জরিপ করে প্রতিবেদন দেওয়া হয়নি। যা আদালতের নির্দেশ অমান্য করার শামিল। শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। আদেশে ওই দুই প্রকৌশলীকে আগামী ৪ সেপ্টেম্বর হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।