Beta

অভিনেতা কল্যাণের বাবা আর নেই

১৩ মে ২০১৮, ১৫:৩৪ | আপডেট: ১৩ মে ২০১৮, ১৮:০৪

ফিচার ডেস্ক

অভিনেতা কল্যাণ কোরাইয়ার বাবা পিটার কোরাইয়া মারা গেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা  ৭টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

পিটার কোরাইয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ও  ডাঢাবেটিস রোগে আক্রান্ত ছিলেন বলে জানান কল্যাণ। গত শুক্রবার তেজগাঁও গীর্জায় তাঁর মরদেহ কবরস্থ করা হয়েছে।

কল্যাণ বলেন, ‘বাবার চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছি না। বাবা ছিলেন আমার প্রিয় একজন বন্ধু। আমার সব কিছুতেই বাবার সমর্থন ছিল। আমাকে সবসময় পরামর্শ দিতেন তিনি।’

পিটার কোরাইয়া সামাজিক অনেক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। বাবার মতো সমাজের কল্যাণে কাজ করতে আগ্রহী বলে জানান কল্যাণ।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement